নবী (সা.) বলেছেন, “আলী সম্পর্কে আমার প্রতি তিনটি ওহী অবতীর্ণ হয়েছে:
নিশ্চয় সে মুসলমানদের নেতা, মুত্তাকীদের ইমাম এবং নূরানী ও শুভ্র মুখমণ্ডের অধিকারীদের সর্দার।”
[হাকীম তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১৩৮ পৃষ্ঠায় হাদীসটি এনেছেন ও বলেছেন, “হাদীসটি সনদের দিক হতে বিশুদ্ধ কিন্তু বুখারী ও মুসলিম তা বর্ণনা করেন নি।”]
আপনার কমেন্ট